করোনা কালের কুরবানী

করোনা কালের কুরবানী

করোনা কালের কুরবানী
আয়েশা মুন্নি

ঈদুল আজহার সমাগত
নেইকো কলোরব,
ঈদের খুশি, ঈদের হাসি
বন্দি ঘরেই সব।
ত্যাগের মহিমায় এলো ঈদ 
নেই আনন্দ উৎসব,
হারিয়ে গেছে ঈদের খুশি
আতঙ্কে আছে সব।

পশুর বাজার সাজেনি
করছে শুধু খাঁ খাঁ,
স্বল্পপরিসরে ফরজ আদায়
আর ঘরের ভেতর থাকা।
শৃঙ্খলাতে ঈদের জামাত
কোলাকুলি আর নয়,
দূরত্বতেই নামাজ আদায়
নিরবে কাঁদে হৃদয়।

ঈদের দিনও নিরব নিথর
নেইকো কলতান,
মরণব্যাধি বিশ্বজুড়ে
নিচ্ছে কেঁড়ে প্রাণ।
চোখের জলে প্রভুর কাছে
করছে মোনাজাত,
দাও ফিরিয়ে সেই পৃথিবী
মোদের ফরিয়াদ।