উপেক্ষিত সাতকাহন

উপেক্ষিত সাতকাহন

নন্দিনী আরজু রুবী 

সব অনিবার্যতা উপেক্ষায় মাড়িয়ে নিঃশেষ, 

হিজলের দীর্ঘ ছায়াটুকু মুছে-- চলে যাবে জানি!

তবুও বর্ষণ উন্মূখ চোখে জলের সাতকাহন।

পরিযায়ী স্বপ্ন আসে ভাঙা ডানায়,

বিমর্ষ বাহির ঘিরে নিরুক্ত আনচান!

নৈঃশব্দ্যকে জাগিয়ে দেয়

শুকনো পাতার যত মর্মর অভিমান!

সাঁঝবাতি নিভে গেছে ; সম্মুখে শুধু

সূচিভেদ্য প্রবাসী রাত আর...

উপোসী মর্মের শূন্য দীর্ঘশ্বাস ;

আরও দীর্ঘ ---

উপেক্ষায় বিধুর নিরুত্তর সব... 

না-চাওয়া সেইসব পরিত্যক্ত অসারতায়...

বৃত্তের ভেতরে আসক্তিহীন রিক্ত ফিরে আসা! 

এখনো বুকের ঘরে নিভৃত প্রস্বস্তিতে

শুধু তোমারই নাম।