উপহার

উপহার

শিরিন আফরোজ

নিয়ম মেনে চাঁদ ও সূর্যের আসা ও যাওয়া
বিধাতার দেয়া পৃথিবী আলো করার অনন্য উপহার,
সূর্য ডুবার ক্ষয়হীন অপরূপ সৌন্দর্যতার কাছে পৃথিবীর সব সৌন্দর্য যেন মেনে 
যায় হার।

রূপালি চাঁদের আলো প্রফুল্ল করে মন,
সুখের পরশ বুলায় সরিয়ে যাতনা ক্ষণ।

জীবনের কতশত স্বপ্পগুলো বেড়ায় ঘুরে
পূরণের আশায় ,
মনের খবর তো নিজ ছাড়া জানে বিধাতা
প্রতিনিয়ত মন থাকে স্বপ্ন রচনায়।

মেঘের পালকি চড়ে যদি গিয়ে ছোঁয়া যেত আকাশ,
বলতাম তুমি তো ঠাঁই দাঁড়িয়ে আছো পৃথিবীর ছাউনি হয়ে কোন হিংসা নাই তোমার,
অসুস্থ কিছু মন জ্বালিয়ে হিংসার দাবানল
নিজেকে বড় ও বিখ্যাত ভাবতে ব্যস্ত ,
লজ্জিত হয় বিশ্বাস।

বিধাতার দেয়া নানা উপহারে ভরা পৃথীবি!
তবুও চিরসত্যি মরণ,
সুখের পিছনে ছুটে চলা অবিরাম 
নি:শ্বাস দেহে যতক্ষণ।