ঋতুরানী

ঋতুরানী

নার্গিস নাহার রুনু

ঋতুরানী শরতের নেই কোন তুল,

গোলাপ কামিনী বেলি ফোঁটে কত ফুল।

পেঁজা মেঘ ভেসে চলে আকাশের গায়,

নিশির শিশির জমে ঘাসের ডগায়।

সকালের সোনারোদ ফিক করে হাসে,

বিলে ঝিলে শাপলার ফুল জলে ভাসে।

প্রজাপতি ওড়ে ফুলে মেলে দিয়ে ডানা,

ভ্রমরেরা গানে মাতে নেই কোন মানা।

রোজ ভোরে ফুল পড়ে শিউলির তলে

ছেলেমেয়ে ফুল খোঁটে এসে দলেদলে।

রাতের আকাশে তারা করে ঝিলমিল 

চাঁদের জোসনা ঝরে চারিদিকে নীল। 

মাঠে মাঠে কাঁচাপাকা আমনের ধান,

মাঝি ভাই নাও বায় মুখে ধরে গান।

উড়ে যায় দূরে কোথা বলাকার দল,

গোধূলির রঙে জল করে ঝলমল।

কাশবনে বাতাসেরা দিয়ে যায় দোল,

মাঝে মাঝে আকাশটা বদলায় ভোল।

মেঘ আর রোদে চলে লুকোচুরি খেলা

আলো ছায়া নিয়ে কাটে শরতের বেলা।