একাকীত্ব

একাকীত্ব

গোলাম মোস্তফা 

একাকীত্ব একটা অভিষাপ

কেবলই ছোবলে ছোবলে বিষ ঢালে,

দিন পার হয় কাজে মনোযোগে

রাতের আধার জানে, 

মাথার বালিশ জানে

কতটা লোনাজল বালিশে আছড়ে পড়ে

জানে প্রতিটা রাত আর রাতের নির্জন বিছানা।

একাকীত্ব মানে মানসিক আশ্রয়হীনতা

বাড়ি গাড়ি সব থাকে 

রক্ত সম্পর্কের অনেক মানুষ থাকে 

উত্তরাধিকার থাকে

মৃত্যুর পরে সব কিছু ভাগবাটোয়ারা করার জন থাকে 

চল্লিশা খাওয়ার বা খাওয়ানোর জন থাকে

বেঁচে থাকতে একটা রুটি দেবার জন থাকে না

দুটো কষ্টের গল্প শোনার প্রাণ থাকে না,

পিঠের উপরে বসা 

রক্ত চোষা মশা তাড়ানোর সঙ্গী থাকে না,

অভিষাপ আর অভিযোগে অভিযোগে সময় যায়

কেবলই সম্পদ বিনষ্টির হাহাকার 

অর্জিত ধন কুক্ষিগত করার পাঁয়তারা চলে।

একাকীত্ব মানে এমন নয় 

ধন সম্পদহীন কোন নিরাশ্রয়,

বেহাত হতে হতে 

আশ্রয়চ্যুত হতে হতে 

এক সময় চোখের লোনাজল ও চোখে থাকে না।

একাকীত্ব মানে সঙ্গীহীন নয়,

মানসিক নিঃসঙ্গতা দিনের পর দিন চলতেই থাকে,

সবুজ প্রকৃতি ধূসর হতে থাকে 

সঙ্গহীনতা আত্মহননে প্ররোচিত করে।

চারপাশে থাকা স্বজন

হিংস্র দানব মনে হয়।

অট্টালিকার দুগ্ধফেননিভ শয্যা তখন কন্টকময়

কেউ কেউ দ্রুত যন্ত্রনা নিবারণে 

আত্মহনন বেছে নেয়।