একটি রক্তাক্ত মেয়েলাশ

একটি রক্তাক্ত মেয়েলাশ
তপনকান্তি মুখার্জি 
       ' লালরক্তে ভাসে মেয়েটির লাশ ' - এই লাইনটা লিখেই সন্দীপ বন্ধ করল তার কলম । সে বুঝতে পারছে না এরপর কী লিখবে । অনেক প্রশ্ন তার মনে । কেন মেয়েটি লাশ হয়ে গেল ? কেনই বা এত রক্ত ? সে কি আত্মহত্যা করেছে শিরা কেটে , নাকি একটা ঝড় বয়ে গেছে তার শরীরের ওপর দিয়ে - পৌনঃপুনিক ঝড় ? এই ঝড়কে কি সে নিজেই ডেকে এনেছিল ? ঝড় কি ছিল তার প্রেমিক ? তার কি জানা ছিল না , সঙ্গমখেলায় সকলেই হিংস্র বাইসন ? বাইসনের গুঁতোর আঘাতেই কি এই রক্ত ? রক্তঝরার মুহূর্তে অনুরাগের নিবিড় স্পর্শে তার মনে বাঁশি বেজেছিল ? সে কি জানত সম্পর্কের পরতে পরতে এখন শুধুই মাংসের গন্ধ ? 
   .      কিন্তু মেয়েটি মরল কেন ? সম্পর্কের সুতোয় কি টান ধরেছিল নাকি কেউ ডিগবাজি খেতে চেয়েছিল ডলফিনের মতো ? এ এক জটিল সমীকরণ - কখন যে রোদ আলগা হয়ে যায় বোঝা দুষ্কর । মেয়েটি কে যে অন্ধকারের মতো শুয়ে আছে রাস্তায় ? তার পাশে ভিড়ের মাঝে কাকে কাকে দাঁড় করানো যায় ? ভিড়টা নিশ্চয়ই কান্না কান্না হবে । কান্না না থাকলে সে তো একা মরামাছ । 
            হয়তো সবকিছু ঘটে গেছে মেয়েটির ওপর দিয়ে । এখন তার সঙ্গম নেই , নেই কোনও যৌনবোধ । সে এখন শূন্য । ঘটনা ফেলে গেছে সব নিরুক্ত উত্তর । সামনে পড়ে আছে শব হয়ে । শব নাকি শ্মশান ? মৃত্যুর পর নিরুদ্দেশের পথে ওই একটিই তো ঠিকানা । 
            ভাবতে ভাবতে কখন যেন সন্দীপের চোখ বুজে এসেছিল তন্দ্রায় । ঠিক তখনই মেয়েটি কল্পনার দরজায় আঘাত করে বলল , 'ভেবে নাও যা খুশি । সবই তো অক্ষরের কারসাজি । ' 
........
Tapankanti Mukherjee , 
' Swapnasandhani ' , 
Ward no.- 04, 
P.O.- Arambagh , 
Dist.- Hooghly , 
West Bengal , India . 
Pin - 712601.
Mob.no.- 8918672005.