একাদশে ভর্তির রেজিস্ট্রেশনের সময় বাড়লো

বাংলাভাষী ডেস্ক::

চলতি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। এ কার্যক্রম ১২ নভেম্বর পর্যন্ত চলার কথা থাকলেও আরও এক সপ্তাহ বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী, ২০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে শিক্ষার্থীরা।

গত ২৯ অক্টোবর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়, যা ১২ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত চলার নির্দেশনা ছিল। যা এখন ২০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে।

চলতি বছরের ৮ অক্টোবর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে শিক্ষার্থীদের।