একবার আসা

একবার আসা

প্রণতি ঘোষ

চলো যাই,বালুকাবেলার সেই চরে নিঃশর্ত আত্মরত..

যেখানে ছড়ায় তারার আলোয় প্রাণের সংহতি।

অন্ধকারে মুছে দেওয়া ঘন কালিমার রাত্রি পরবাস..

অনিদ্রায় জেগে থাকা সমুদ্রধ্বনির নিঃশব্দ আরতি।

সময় নেই! তুমি থাকো কিছুটা ক্ষণ রজনীগন্ধার মতো..

ক্ষণিকের ধার করা এই আকাশসভার বেলাভূমিতে।

ফুল ছড়ানোর উদযাপনে সামিল হই অবিসংবাদিত..

অনেকটা সায়াহ্নবেলার পর সুদূরিমার নিয়ন আলোতে।

যে অতীতে ঈর্ষার ঈশান মেঘ ! উড়ে যাক তা বাতাসে..

আমি দেখি নীল জলোচ্ছ্বাস তোমার গ্রীবায় স্পষ্ট উৎসুক!

অন্তর্লীন দহনবেলার প্রতিষ্ঠিত অবকাশ বাঁচিয়ে রাখি..

নোনা বাতাসের আতিথ্যে জীবনে একবার আসার সুখ।

--------------------//-------------------