এখনো হয়নি বিজয়" (গীতিকাব্য

এখনো হয়নি বিজয়" (গীতিকাব্য

আব্দুছ ছালাম চৌধুরী 

ত্রিশ লক্ষ শহীদের রক্তে/স্বাধীন হলো যে দেশ,

ঘাতক দালাল নির্মূল হয়'নি/এখনো মিটেনি খায়েশ— 

এখনো চলছে, লড়াই সংগ্রাম/হানাহানি চারিদিকে,

এখনো আমার মা কাঁদে/পুত্রহারা শোকে। 

এখনো মোদের হয়নি বিজয়/আসে'নি পূর্ণ স্বাধীনতা,

মতানৈক্যের ধূম্রজালে/অহরহ চলেছে বর্বরতা

এখনো পুলিশ গুলি করে/মিছিলের ফাঁকে  ফাঁকে,--ঐ

এখনো আমার মা কাঁদে/পুত্রহারা শোকে। 

এখনো চলছে ঘুষের বাণিজ্য/রাতারাতি হয় নেতা,

নদী থেকে আজ হাওর দখল/সবখানেই প্রেতাত্মা 

একজন যদি সত্য বলে/গুম করা হয় তাকে,

এখনো আমার মা কাঁদে/পুত্রহারা শোকে।