এভাবে কে ছুঁড়ছো ঢিল

এভাবে কে ছুঁড়ছো ঢিল

 গোলাম কবির।

  

  এভাবে কে ছুঁড়ছো ঢিল 

  ভরদুপুরে হৃদয় মাঝে? 

  সে কি তুমি? 

  হৃদয় যে আমার 

  উদাস হলো তোমায় ভেবে।

  কয়েকটি শিমুল আর কৃষ্ণচূড়ার 

  পাপড়ি গুলো উড়ে এসে পড়লো 

  আমার বুকের খাঁচার মধ্যিখানে। 

  সেই থেকেই আমি ক্রমশ ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছি,

  আমার ভিতরে এখন বয়ে যাওয়া 

  উথালপাতাল ঢেউ গুলোকে 

  সামলাবো যে এমন সাহস কোথায় রাখি!

  এভাবে আমি একলা গহীন আঁধার রাতে

  ক্রমেই ঝরে পড়ছি, ঝরে পড়ছি 

  শুকনো পাতার মতো 

  আমারই ভালবাসার নিজস্ব উঠোনে।  

  এভাবেই একদিন হয়তোবা হারিয়ে যাবো

  তোমার অতল ভালবাসার গহীন সায়রে, 

  তুমি ছাড়া বলো আর কে পারে এমন

  ভালবাসায় আমায় পোড়াতে! 

  এভাবে কে ছুঁড়ছো ঢিল 

  হৃদয় মাঝে সকল সময়? 

  সে কি তুমি?  

  তাই তো আমি ডুবে যাচ্ছি , 

  ডুবতে ডুবতে আবার ভেসে উঠছি,

  সকাল সন্ধ্যা তোমার ভাবনায় কখনো 

  শ্রাবণের একটানা বৃষ্টিতে ভিজছি, 

  কখনো আবার চৈত্রের খরতাপে পুড়ে যাচ্ছি !