এভাবেই

এভাবেই

আব্দুছ ছালাম চৌধূরী 

এভাবেই আনমনে, নিরব অভিমানে 
বেদনার নীলাচলে কে—হে?
দুটি কথা বলে যাও,পথিকেরে ডাকিয়া নাও 
ফুলের সৌরভ—মাখো হে 
যে নদী শুকিয়ে গেছে—সেথায় কি প্রাণ আছে 
প্রাণ বিহনে বাঁচা যায় কি অনুধ্যানে,
বসিয়া আনমনে, নিরব অভিমানে। 

পৃথিবীর সাদারঙ গায়ে মেখেছো
তুমি সাদা তাই,  
এভাবেই বসে থাকা, এভাবেই দিনগুনে
যেনো হারিয়ে যাই, 
এভাবেই মনে রাখি দূর্বাঘাস,এখানে ওখানে, 
এভাবেই আনমনে, নিরব অভিমানে। 

এভাবেই শুনে যাই ভাটিয়ালি গান
এভাবেই হোক উচ্ছ্বাস প্রাণ 
কালের আবর্তে আমি ফিরবো,পাষাণ এই ভুবনে, 
এভাবেই আনমনে, নিরব অভিমানে।