ওষুধ-কসমেটিকস আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

বাংলাভাষী ডেস্কঃঃ

অসৎ উদ্দেশে ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি করলে, নকল ওষুধ তৈরি ও বিক্রি করলে এবং ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রি করলে যাবজ্জীবন সাজার বিধান রেখে প্রস্তাবিত ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবিত আইনটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া মন্ত্রিসভা কপিরাইট আইন-২০২২ এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, অনুমোদিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ বিক্রি করলে ২০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

তিনি জানান, লাইসেন্স ব্যতীত ওষুধ বিক্রি করলে ১০ বছরের সাজার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।