ওহ্হ স্বপ্ন, আহা স্বপ্ন

ওহ্হ স্বপ্ন, আহা স্বপ্ন


            মাহবুবা আখতার 
 
ওহ্হ স্বপ্ন,আহা!স্বপ্ন 
তুমি কী এক খণ্ড শাদা মেঘের মতো 
হঠাৎ বৃষ্টিতে ডুকরে কেঁদে ওঠো? ঝরো অঝোর ধারায় 
তুমি কী কল্পনার ইচ্ছে বিলাস। 
নর্তকীর নিশুতি রাতের নূপুরের করুণ বিলাপ, 
কাবিননামার মোহন মোহরের গোপন কৌটো? 

ওহ্হ স্বপ্ন, আহা!স্বপ্ন 
তুমি কী পেরেক আর ক্রুসের মধ্যে যিশুর যন্ত্রণার শরীর
কিছু আর্তি,কিছু ভৎর্সনা,কিছু ক্লান্তি, কিছু কষ্ট কথা। 
দিনের আলোয় নিরাভরণ, ডানা ভাঙা তিতির পাখি, 
গভীর রাতে মদের পেয়ালায় বুঁদ হওয়া যোগী। 
স্বপ্ন তুমি খৈয়ামের প্রেম রুবাইয়াত? 
তুমি শোক গাঁথা মর্শিয়া মাতম

ওহ্হ স্বপ্ন, আহা!স্বপ্ন 
তুমি আদি পাপের প্রায়শ্চিত্ত,সীমানা লংঘনকারী মায়া? 
মহাজাগতিক নিকষ অন্ধকারে সৌন্দর্য মণ্ডিত অসার 
অক্ষমতা।
নাভীর নীচে পুড়ে যায় দিগম্বরী চাঁদ, 
হাঁটু গেড়ে প্রার্থনায় প্রভু, ধূপ ধূনোয় আরতি রাখে। 
কী নির্মম জীর্ণতায় নতজানু হয়ে জাবর কাটে 

নির্বান্ধব জলের ঢেউ ভেঙে মৃন্ময়ীর ঠোঁটে ঠোঁট রেখে কে একজন বলেছিলো "আমি তোমাকে ভালোবাসি
বড্ড ভালোবাসি"।
তীব্র শিহরণে অলৌকিক শরীর অনাঘ্রাত আগুনে পুড়ে যায়, পুড়ে যায় গোপনে--সঙ্গোপনে। 
হিরন্ময়ী তৃষ্ণা অনিমেষ  চেয়ে থাকে নিঃশব্দে যন্ত্রণায়,
ওহ্হ স্বপ্ন, আহা!স্বপ্ন তুমি কী জেগেছিলে? 
ডেকেছিলে আগুনে পুড়ে যেতে।