"কে নির্বাচনে এলো আর কে এলো না সেটা বিষয় না"

বাংলাভাষী ডেস্ক::

আগামী জাতীয় সংসদ নির্বাচন জনগণের কাছে গ্রহনযোগ্য করতে কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, কে নির্বাচনে এলো আর কে এলো না— সেটা বিষয় না। জনগণ যদি আসে তাহলেই নির্বাচন সফল।

শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নির্বাচক কমিশনার আহসান হাবিব বলেন, অতীতের সমালোচনা নিয়ে আমরা ভাবি না। সামনে ভালো নির্বাচন করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই।

দুই দফায় মাঠ প্রশাসনের মোট ২২০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ক্ষেত্রে দুটি করে চারটি ব্যাচের দুই দিনের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি ধাপে ৩২ জন ডিসি, ৩২ জন এসপি, চারজন করে বিভাগীয় কমিশনার ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাসহ অন্যরা অংশ নেবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বেশ কিছু আইন ও বিধিমালার সংস্কার হয়েছে। এ ছাড়া মাঠ কর্মকর্তারাও নতুন। তাই নির্বাচনের সামগ্রিক আইনকানুনের ধারণা দিতেই মূলত এই কর্মসূচি।