কথোপকথন-১

কথোপকথন-১

সোহাগ রেজা

> একটু শুনুন !

>> জ্বী! বলুন !

> দেখে মনে হচ্ছে যে আপনার কাজের ভীষণ তাড়া আছে !  

>> তাই ?

>জ্বী !

>> এটা যদি বুঝে থাকেন তাহলে এভাবে....

> মানে আমি আসলে...

>> রাখুনতো মহাশয় আপনার আসল নকল !

আমি একটা ভীষণ জরুরী কাজে যাচ্ছি, 

আপনার আসল-নকল চিন্তা নিয়ে;

 আমার বসে থাকলে চলবে না- বুঝলেন ?

 >দেখুন আমি এসব বলতে চাইনি...মানে.. 

>> আমার কাজের ব্যাঘাত সৃষ্টি করছেন কেন বলুনতো !

নাকি বিনা কারনে অন্যের সময় নষ্ট করাটা আপনার স্বভাব ?

 > না এমনটা নয় !

>> ওহ ! মাগো...

> আহা ! হোচট খেয়ে পড়ে গেলেন তো !

ধরুন ! আমার হাতটা ধরুন !

>> জ্বী না ! আপনার হাত কেন ! কিছুই ধরবনা আমি!..ও মাগো..মা..! এ-সব আপনার জন্য হলো !

> ওহ! হ্যা আমার জন্যই-তো ! তবে...

এতটা তাড়া-হুড়া না করলেও পারতেন ! ডাক্তার ডেকে আনি ? নাকি এভাবেই যেতে পারবেন ?

>> কিচ্ছুই করতে হবেনা আপনাকে!

আমি এভাবেই যেতে পারবো....! ও মাগো...মা...! 

> ব্যাথা লাগছে ?

>> নাহ্ ! না-নানা-না ! খুব আরাম পাচ্ছি!

ভীষণ ভালো লাগছে বুঝলেন ?

দেখছেন হাঁটতে পারছি না!

একটা রিক্সা ডেকে আনবেন তা না..! প্রশ্নবানে.... আমাকে একদম...!

> ইয়ে! কোথায় যাবেন বলুন? 

না থাক-থাক আর বলতে হবেনা!

আপনাকে এই পরিস্থিতিতে অন্য কোথাও যাওয়া ঠিক হবে না। আপনি চাইলে আপনাকে আপনার বাসায় পৌঁছে দিতে পারি !  

>>আহারে ! সবই কপাল বুঝলেন !

কেন যে দেখা হলো...! আজ আমার একটা বিশেষ দিন ! এমন একটা দিনে হঠাৎ অপ্রত্যাশিত কিছু ঘটে যাবে ভাবিনি কখনও !

>বিড়বিড় করে কি বলছেন বলুনতো !

 >> আপনাকে বলে কি লাভ ? আমি এখন যে সমস্যার সম্মুখীন হচ্ছি তা বুঝি আপনি সমাধান করে দিতে পারবেন ?

> একবার বলে দেখুন! চেষ্টার ত্রুটি থাকবে না! বিশ্বাস রাখতে পারেন ! 

>>হ্যা বিশ্বাস ! বিশ্বাসী মানুষই হয়তো একদিন অবিশ্বাসির খাতায় নাম লিখাতে পারে! তবে......

> তবে....? 

>>তবেটা না হয় থাক ! 

> হাতে সময় বুঝি কম ?

>> কি করি বলুনতো আজ আমার বড্ড তাড়া আছে ! ও আচ্ছা আপনার সম্পর্কে-তো জানা হলনা....

(রিং....রিং......ওহ! বাবার ফোন) হ্যালো বাবা বলো.....

না না দেখা হয়নি.....

অনেকগুলো কারন আছে বাবা...

১ম কারন হলো বাবা...ঐ লোকটার মোবাইলের সুইচড অফ! 

২য় কারন লোকটাকে চিনিনা.. আবার তুমি কি নাম যেন বলেছিলে লোকটার.. সেটাও মনে করতে পারছি না !... আচ্ছা বলো তাহলে.... হ্যা হ্যা.. সোরেজতাই ! মনে পড়েছে সোরেজতাই ! কী নামরে বাবা মনে রাখার উপায় আছে ? সোরেজতাই... এক মাইল লম্বা নাম! আচ্ছা বাবা রাখছি ! 

>কি নাম বললেন ? আবার একটু শুনানতো....

>>কেন বলুনতো ঐ যে- মিষ্টার সোরেজতাই না কি যেন নামটা ! যাইহোক ঐ নামটা শুনালে আমার কি কাজ হবে শুনি ? ওনাকে খুঁজে দিতে পারবেন আপনি ? কি চমকে গেলেন মনে হলো! কি ? ওভাবে তাকিয়ে কি দেখছেন....?

> নাহ ! কিছুনা ! হ্যা পারবো খুঁজে দিতে! তবে শর্ত আছে.....! 

>> কী শর্ত বলুন! আমি রাজী ! 

> সত্যি রাজি ?

>> আমারও একটা শর্ত আছে ! 

> বলুন কী শর্ত ? 

>>আগে আপনারটা! 

> না আগে আপনারটা!

>> না আপনি আগে......