কবি নূরজাহান শিল্পী’র ‘কুম্ভ গহনে’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ‘কুম্ভ গহনে’ কাব্যে বৈশ্বিক  মানবতার প্রকাশ ঘটেছে

কবি নূরজাহান শিল্পী’র ‘কুম্ভ গহনে’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ‘কুম্ভ গহনে’ কাব্যে বৈশ্বিক  মানবতার প্রকাশ ঘটেছে

বাংলাভাষী ডেস্ক 


--- লে. কর্নেল এম. আতাউর রহমান পীর (অব.)
বরেণ্য শিক্ষাবিদ, মদনমোহন কলেজ, সিলেট-এর সাবেক অধ্যক্ষ লে. কর্নেল এম. আতাউর রহমান পীর (অব.) বলেছেন, কবিতা ব্যক্তি মানসের সার্বজনীন অভিব্যক্তি। এই অভিব্যক্তিতে বৈশ্বিক মানবতার শৈল্পিক প্রকাশ ঘটে। কবি নূরজাহান শিল্পী’র ‘কুম্ভ গহনে’ কাব্যে সেই ভাষারই প্রকাশ ঘটেছে। বৈশ্বিক মানবতার পক্ষে তাঁর চিন্তার গভীরতা সাহিত্যাঙ্গনে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সহায়ক হবে।


সিলেটের সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান পাণ্ডুলিপি প্রকাশন, সিলেট-এর উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী কবি নূরজাহান শিল্পী’র জন্মদিন উপলক্ষে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘কুম্ভ গহনে’-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পাণ্ডুলিপি প্রকাশন, সিলেট-এর সত্ত্বাধিকারী লেখক, প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বরেণ্য শিক্ষাবিদ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কবি নিজাম উদ্দীন সালেহ, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার-এর সম্পাদক ছড়াকার আবদাল মাহবুব কোরেশী, কবি ও গল্পকার পপি রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুহাম্মদ ফয়ছল আলম।


সাংবাদিক আবু জাফর মোহাম্মদ সালেহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি আয়েশা মুন্নী, কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ আব্দুল হক। কবির কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন কবি ও ঔপন্যাসিক কানিজ আমেনা কুদ্দুস, কবি জুঁই ইসলাম, সাংবাদিক আবু বকর আল আমিন, শাহ সামিন ইয়াসার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ আব্দুল বাছিত। অনুষ্ঠানে কবি নূরজাহান শিল্পী’র ‘কুম্ভ গহনে’  কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। পরে কবি নূরজাহান শিল্পী’র জন্মদিন উদযাপন করার জন্য কেক কাটা হয়।


প্রধান আলোচকের বক্তব্যে কবি ও শিক্ষাবিদ লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.) বলেন, কবি নূরজাহান শিল্পী’র কাব্যে উপমা এবং চিত্রকল্পের যথেষ্ট প্রয়োগ লক্ষ করা যায়। উত্তরাধুনিক শব্দ প্রয়োগের মাধ্যমে তিনি তাঁর কবিতাকে সার্থক করে তুলেছেন। কবিতায় বিদ্যমান তার গভীর চিন্তা বৈশ্বিক বিবেকবোধকে অবশ্যই নাড়া দেবে।
প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, কবি নূরজাহান শিল্পী’র কবিতায় মূল্যবোধ আছে। সমসাময়িক বিষয়ের অবতারণা তার কবিতাকে সুষমামণ্ডিত করেছে। এজন্য তিনি প্রশংসার দাবিদার।
কবি ও সাংবাদিক নিজাম উদ্দিন সালেহ বলেন, কবি নূরজাহান শিল্পী এর কবিতায় শব্দ প্রয়োগে অত্যন্ত দক্ষতা এবং সক্ষমতা লক্ষ করা যায়। বৈশ্বিক মানবতাকে প্রকাশ করার জন্য তিনি যথেষ্ট সহায়তা করেছেন। এক্ষেত্রে তিনি সফল হয়েছেন। কবিতায় তাঁর চিন্তার গভীরতা একজন সার্থক কবি হিসেবে প্রতিষ্ঠা করবে।


সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার-এর সম্পাদক ছড়াকার আবদাল মাহবুব কোরেশী বলেন, ‘কুম্ভ গহনে’ কাব্যে কবির গভীর শ্রদ্ধাবোধ এবং মানবিক দায়বদ্ধতার স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটেছে। স্বাপ্নিক কবি হিসেবে তিনি সাহিত্যে একটা সম্মানজনক অবস্থান সৃষ্টি করেছেন।


সভাপতির বক্তব্যে লেখক প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল বলেন, নূরজাহান শিল্পী’র কবিতায় মানবীয় প্রেমে আহবান পরখ করা যায়। এই মানবিকতা, মানবপ্রেম এবং শৈল্পিক দায়বদ্ধতা তাঁকে সাহিত্যাঙ্গনে দুরন্ত অভিযাত্রী হিসেবে প্রতিষ্ঠা করবে। আমি আশা করি, তাঁর কবিতা তাঁকে সার্থক এবং আত্মপ্রত্যয়ী করে তুলবে।