কবিতা

কবিতা

ঈদের কথা

সালেহ উদ্দিন সুমন


ছেলেবেলার ঈদের দিন ছিল মোদের খুশির ক্ষন
সারাটা বছর অপেক্ষায় থাকা ঈদ আসে কখন।
বাজার ঘুরে যেতাম মোরা বসত যখন পশুর হাট
আহা! বাবুর বাজার, নিমতলী কিংবা সে সদরঘাট।

আমাদের এই শিশুমনে ঝিলিক দিত খুশি ঈদের
মোরা হতাম আহ্লাদিত ঘ্রাণে আবার পিঠেপুলির।
এবাড়ি ওবাড়ি যাব বলে তৈরী হতাম ঈদের সকাল
নামায ছিল ঈদের নামায সকলেরই মনের টান।

ঈদের নামায শেষ হতেই দৌড় দিতাম বাড়ির দিক
মৌলভী সাহেব কখন আসেন নজর থাকত সেদিক।
মোদের কোরবানী কখন হবে কখন হবে পিঠে গরম
নানাজাতের খাবারের কথা আহা সেছিল স্বাদ চরম।


আত্মীয় আর পাড়াপর্শি সকলেই মহা খুশি এদিন
সকলেরই খুশির কারন এক, এটা ছিল ঈদের দিন। 
ঈদের কথা বলতে গেলে মনে আসে অনেক স্মৃতি
আমাদের ঈদে আমরা সবে সুন্দর খুশিতে মাতি। 


মানচেষ্টার 
ওল্ডহ্যাম