কবির মানসী

কবির মানসী


-- এ বি এম ফয়েজ উল্যাহ

আরে ও' কার ঝিয়ারি! 
হাসিছে এমন করি!
পড়িছে রূপ যে ঝরি,
কে গো এ' রূপকুমারি !

ধানিরঙ চিক্-বদনি,
কাজলা-চোখ-হরিনি,
জলেভাসা কান্তমণি,
নিলগো মনটা জিনি।

দেখলো রাই হাসিলো
বাঁ-গালে টোল পড়িলো
কালো না তিল দেখিলো
চট্টলা দিই বিকিলো।

আহা তার লাল ঠোঁটে
চুনি-লাল খুন ছুটে
গোলাপের কুঁড়ি ফুটে
চুমে কে গো মধু লুটে!

দাঁত তার সৌদামিনি
বসরাই মুক্তা মানি
হাসিলে পরাণ খানি
ছিঁড়ে নে' ঝটকে টানি।

কালো মেঘের রঙ ছানি
বিজুরির জরি আনি
এলোকেশ হাতে টানি
বেঁধেছেরে খোপা খানি।

দু' কানে দুলিছে দুল
সোনালো হলুদ ফুল
নাকের নোলকে গুল
এলাচি লতার তুল।

সেইতো কবির প্রিয়া
রূপে তার ভরি হিয়া
কাব্য লিখে তাকে নিয়া
রসে রস ভরে দিয়া।

মানসী সেইতো বালা
জড়িয়ে কবির গলা
খেলিছে রূপের খেলা
কবি খায় কাব্য-দোলা।।#