কামনালতা দুলছে

কামনালতা দুলছে

তৃষা চামেলি 

কামনালতা দুলছে

বকুল শাখায় রৌদ্রের কানামাছি খেলা

সজনের ডালে পুচ্ছ নাচাচ্ছে ফিঙে যুগল 

চিচিঙ্গা ফুলে প্রজাপতির মুখ

বয়সী বৃক্ষটি একলা দাঁড়িয়ে

ভাবতে থাকে এখানে একদিন নদী ছিলো

ভীষণ খরস্রোতা

গল্পগুলো তোলপাড়, মাথা তোলে সাহসী সময়

বৃক্ষটি পাহাড়কে হাত ধরে 

টেনে আনতো সুখের খেয়ায়

চাঁদের চোখে আঁকতো বেপরোয়া চুম্বন

কেঁপে চৌরির হতো প্রেয়সির ঠোঁট

নদীতে উত্তুঙ্গ শ্রাবণ ছিলো

সাম্পান ছিলো, ময়ূরপঙ্খী ছিলো

পারাপারে ছিলো অভিনব যাত্রীর দোলা

বৃক্ষটি আজ তটরেখায় বালুর পদচিহ্ন খোঁজে

কামনালতা দুলছে তবুও

ছুঁইছুঁই মন

টইটুম্বর অন্দরমহল

কামনালতা দুলছে, দুলছে, দোদুল দোদুল

বৈশাখী মেঘ ছিলো একদা তোলপাড়ের সন্ধিসুখ