কীর্তিমান

কীর্তিমান

উম্মে হাবীবা আফরোজা।

হে বঙ্গবন্ধু,
    তুমি যে কোটি বাঙালির ৫২'এর স্লোগান,
    ৫৪ 'এর দীপ্ত কন্ঠের আহ্বান,
    ৬৯'এর গণঅভ্যত্থানের ঝাঁঝালো মিছিল।

আবহমান ঋতু বৈচিত্র্যের নন্দন ভূমিতে
"জয় বাংলা" মুখরিত ভাষা।
৭ই মার্চের মুক্তির সংগ্রাম।

হে বঙ্গবন্ধু,
      তুমি যে বত্রিশ নম্বর ভূখন্ড সবুজ গালিচার মানচিত্রের মাঝে স্বাধীনতার লাল সূর্য।

তুমি যে অমর একুশে পলাশের ফুল,
নবান্নের উৎসবমুখর বৈশাখ।
৭১'এর মুক্তিযোদ্ধার প্রতি ফোঁটা রক্তে,
শাপলা ফুলের সোনার বাংলাদেশে
শিশুর মুখের বোল।
  
হাজার বছর ধরে অজস্র শ্রদ্ধায়
তুমি যে আজ বিশ্বসভায় করেছো নিজেকে আসীন।
হে বঙ্গবন্ধু,
তুমি তো সেই কীর্তিমান,যে কীর্তিমানের মৃত্যু নাই, রবে চির অম্লান।।