করোনার চতুর্থ ঢেউয়ে মারা যাওয়া ৭০ শতাংশই টিকা নেননি : স্বাস্থ্যের ডিজি

করোনার চতুর্থ ঢেউয়ে মারা যাওয়া ৭০ শতাংশই টিকা নেননি : স্বাস্থ্যের ডিজি

বাংলাভাষী ডেস্কঃঃ

করোনা মহামারির চলমান চতুর্থ ঢেউয়ে মারা যাওয়াদের ৭০ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, তবে টিকা নেওয়ার পরও মারা যাবে না এমন কথা কখনো বলা হয়নি। টিকা কিছুটা হলেও সুরক্ষা দেবে।

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর হোটেল অরনেটে লিভার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘করোনা মহামারি দেখা দেওয়ার পর অনেক গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে। নিশ্চয়ই এটাতে উপকার আছে। সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে। এবারে যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না।’

অনেকে মডার্না টিকার দ্বিতীয় ডোজ পাননি, কবে নাগাদ পাবে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবে টিকা অবশ্যই পাবে। ব্যবস্থা করে দেওয়া হবে।’