করোনায় মৃত্যু ৪ জনের, শনাক্ত কমে ৪৪৬

করোনায় মৃত্যু ৪ জনের, শনাক্ত কমে ৪৪৬

বাংলাভাষী ডেস্কঃঃ

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৪৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনায় দুজনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৬২০ জনের।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১০ দশমিক ১০। আগের দিন শনাক্তের হার ছিল ৮ দশমিক ৩৬।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ২৬২ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুজন, খুলনা বিভাগে একজন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। গত মাসের মাঝামাঝিতে দেশে আবার করোনার সংক্রমণ বেড়েছে, বেড়েছে মৃত্যুও।

এবার করোনার সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে অমিক্রনের দুটি উপধরন বিএ৪ ও ৫ দায়ী বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় বিএ৫। এটির প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়েছে। গত সপ্তাহে বিশ্বে নতুন করে ৫৭ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৬ শতাংশ বেশি। তবে গত বছরের তুলনায় করোনায় মৃত্যু এখন কম।