কুরবানী

কুরবানী

    —-দিলারা রুমা

 হে রাহীম রহমান
সদা সর্বদা রচনা করি তোমার গুণগান
রচিলে যে মায়ার সাগর ভব ঘরে
দয়া করো হে খোদা ইহ-পর পাড়ে।

তোমারি তরে আমার কুরবানী করো কবুল
আমি গুনাহগার বুঝিনা আকার প্রকার 
বুঝিয়ে দাও তুমি 
দূর করো অন্ধকার সকল অনাচার।

জানি তোমার কাছে পৌছেনা 
রক্ত মাংস কিছুই,
অন্তর্যামি জানো তুমি 
নিয়তের সংবাদ,
যদি হয় ভুল করো তুমি ফুল
গোছায়ে দাও সকল অপবাদ।

মিটিয়ে দাও ঘৃণা ভেদাভেদ
অহংকার গর্ব ক্ষমতার ক্লেদ,
মানুষের মতো মানুষ করে দাও 
দান করো সাচ্চা সত্য ঈমান 
হে রাহীম রহমান।

কবুল করো এ দ্বীন-হীনের আহাজারি 
 ডাকছি তোমায় আমি দিন রজনী,
কবুল করো রাব্বুল আলামিন 
আমাদের কুরবানী।

      —ইংল্যান্ড