ক্ষয়িষ্ণু খুশি

ক্ষয়িষ্ণু খুশি


মোজাক্কির হোসাইন খান --

----লঙ্কার পারে ঢঙ্কা বেজেছে
আকাশে-বাতাসে একি সুর
ঈদুল আযহার খুশির বার্তা
করোনার কবলে বিমূঢ়!

বানে ভেসে বেহাল মানুষ
হারিয়েছে সহায় সম্বল 
কোন আশ্রয়ে দিনগুজারে 
কোথায় মেলে অন্নজল!

স্বল্পআয়ের কত শত জন
গড়েছিল পশুর খামার 
বছরশেষে মুনাফা আসবে
ঘুচবে আকাল অনাহার!

মন্দার প্রভাবে খঞ্জর বসেছে
দীন-দরিদ্রের পেটে 
কুরবানির হাটে ধস্ নেমেছে
লাভ কী হলো খেটে! 

ঋণের বোঝা কাঁধের উপর 
শোধবে কীসের তরে
নুন আনতেই পানতা ফুরোয়
ঈদ আসে কী তাদের ঘরে?

ঘুরে-ফেরে এসেছে দুয়ারে 
মুসলিম জাহানের ঈদ
বিশ্ববাসী আজ শঙ্কায় শঙ্কিত
স্তব্ধ যেন স্পন্দিত হৃদ!