খোকার ভাবনা

খোকার ভাবনা

       শাহারা খান 

পড়তে বস পড়তে বস,

কথাটা এত বিরক্তিময়।

রোজ রোজ মায়ের কন্ঠে,

তবু এই গান শুনতে হয়।

কোন বেটায় যে বের করলো,

লেখাপড়ার এই ঝামেলা।

কাছে যদি পেতাম তারে,

দিতাম ধরে কানমলা।

খেয়ে দেয়ে কাজ নেই,

পারেনি খেলনা বানাতে।

লেখাপড়া বের করেছে,

ছোটদের সাজা দিতে।

মাষ্টার বাবুর শাস্তির ঢরে,

স্কুলটা যে কেমনে পালাই?

বাবা মা খবর পেলে,

বাঁচার কিন্তু উপায় নাই।

স্কুলে যাওয়া ভালো ছিল,

বন্ধু বান্ধব নিয়ে হুলোস্তুল।

পরীক্ষা দেয়ার টেনশনে,

বাধায় সব গন্ডগোল।

ভালো লাগেনা নিয়ম নীতি,

বড়দের এত শাসন বারণ।

ইচ্ছেমতো খেলতে পারিনা,

বুঝিনা তার কারণ।

তারচেয়ে অসুখের ভান ধরে,

শুয়ে থাকি চুপচাপ।

সবাই কাজে ব্যস্ত হলে,

সুযোগ বুঝে দিবো লাফ।