খোলা আকাশ

খোলা আকাশ

গোলাম মোস্তফা 

 চেয়েছিলাম 

তুমি হবে আমার খোলা আকাশ

ইচ্ছেমত মেঘ হবো 

ইচ্ছেমত উধাও হবো।

কখনো কালো কখনো সাদা

কখনো স্থির কখনো ঝড়ের গতি

উড়বো আমি মনের খুশি নিয়ে

তুমি কেবল রাখবে অসীম প্রতিশ্রুতি।

তুমি কেবল অসীম ধৈর্য আর সহিষ্ণুতায়

রাখবে তোমার ছায়ায়,

নানান ঋতুর নানান রংএর মেলা বসবে তোমার বুকে 

প্রতিদিনের নিত্য নতুন মায়া রাখবে ধরে অসীম মমতায়।

তোমার আকাশ জুড়ে আমি হবো মেঘের বাড়াবাড়ি

রোদ্দুর কে ঢাকবো মেঘের ছায়ায়

রঙিন ঘাসে পড়বে তার প্রভাব

আলোক ছাড়া বাঁচবে কিসের মায়ায় ?