খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলাভাষী ডেস্ক::

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় আড়াই মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে হাসপাতালে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা সেখানে অবস্থান করে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন মির্জা ফখরুল।

বিএনপি সূত্রে জানা যায়, মির্জা ফখরুল হাসপাতালে গিয়ে চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রাত ১১টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। এর আগে গত ২৩ অক্টোবর (সোমবারও) খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব। এদিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতাল থেকে বাংলাদেশে আসছেন তিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন। আগত বিশেষজ্ঞরা হৃদরোগ ও কিডনি বিশেষজ্ঞ। তারা আজ ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক দলের একজন সদস্য।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপর থেকে কয়েক দফায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাতেও তাকে এক দফা সিসিইউতে নেওয়া হয়।