খোলস

খোলস

জাফর সিদ্দিকী

বাইরের রূপই সবাই দেখে 

ভেতর দেখে ক'জন ?

মনের ব্যথা যেজন বোঝে 

সেই তো প্রাণের স্বজন। 

গুণের কদর ক'জন করে

কেবল রূপের ভজন,

খোলস দেখে যায় না বোঝা

 কারও মনের ওজন।

মুখে প্রচুর নীতিকথা

অনেক লোকই বলেন,

অন্য সবার হক অধিকার 

তারাই পায়ে দলেন।

মুখে ওমন মধুর বচন 

অনেক লোকের আছে,

সামনে করে হুজুর হুজুর 

ছুরি মারে পাছে।

চোখের দেখায় না ভুলে তাই

মনের চোখে দেখি,

তাতেই মানুষ যাবে চেনা

আসল নাকি মেকি।