গাই ফোকাস

গাই ফোকাস

মোহাম্মদ আংগুর মিয়া

আগের দিনের অনেক স্মৃতি

মনে আমার ভাসে 

অবাক হবার মত কত ঘটনা 

রয়েছে বিলাতের ইতিহাসে I

রাস্তার পাশে ছোট ছেলে মেয়েরা 

চাঁদা তুলতো ,এক দুই পেনি করে 

পেনি ফর গাই , বলে চাইতো চাঁদা 

সেপ্টেম্বর অক্টোবর I

এখন চাঁদা তোলার নিয়ম আগের 

মত নাই.অনেক বদলে গেছে 

বন ফায়ার" নাইটের উৎসব আজ ও 

আগের মতোই আছে I

চাঁদার টাকা দিয়ে জ্বালানী কিনে 

গাই ফোকস "এর পুত্তলিকা জ্বালায় 

আজ অবধি এই নিয়ম চলে আসছে 

বিলাতের প্রায় সব জায়গায় I

ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দের এই ঘটনা 

ঘটেছিল লন্ডন শহরে 

ধর্ম বিশ্বাস নিয়ে বিতর্ক দেখা 

দিয়েছিল চরম আকারে I

কিং জেমস এর সাথে মতবিরোধ 

ছিল অশান্তির কারণ 

বিরোধের পরিণতি কি হতে পারে 

বিরোধীরা ভাবেনি তখন I

বিরোধীরা ভাবতো ক্ষমতাসীন 

দলকে তারা বিদায় করে দেবে 

পার্লামেন্ট হাউস জ্বালিয়ে তারা 

প্রতিশোধ নেবে I

গাই ফোকস নামের ছিল দল নেতা 

অনেক সাহস ছিল তার মনে 

ছয়ত্রিশ ব্যারেল বারুদ সংগ্রহ করে 

রেখেছিল সে অনেক সাবধানে I

ঠিক করেছিল তারা দুর্ঘটনা 

ঘটাবে যে কোন এক রাতে 

পুরা দলটি ধরা পড়ে গিয়েছিল 

সরকার বাহিনীর হাতে I

গাই ফোকস সহ সবার হয়ে ছিল 

মৃত্যুদণ্ডের রায় 

পালাবার চেষ্টা করে গাই ফোকস 

মঞ্চের নিচে পড়ে যায় I

দুর্ঘটনার কারণে ঘাড়ের হাড় ভেঙ্গে 

গিয়ে ছিল তার 

ইতিহাসের এই কাপুরুষ এই ভাবে 

আজ ও পরিচিত সবার I

পাঁচ নভেম্বর বন্দী হয়েছিল গাই ফোকস 

ষোলোশো পাঁচ সালে 

আজ ও ঐ তারিখে আতসবাজী করে 

পুত্তলিকা জ্বালায় ছোট বড় সব মিলে I

অবাক হই এই ভেবে শত শত 

বৎসর আগের এই ঘটনা 

স্মরণ করে তারা আজ ও ধিক্কারের 

সাথে ইতিহাস সবার জানা I

ভাল কাজ করলে শ্রদ্ধার সাথে 

সবাই. তাকে স্মরণ করে 

খারাপ কাজ করলে ও স্মরণ 

করে ,তবে ঘৃনা নিয়ে অন্তরে I