গাছবাড়ী হুজুরের স্থলাভিষিক্ত বড়বাড়ী হুজুর

বাংলাভাষী ডেস্ক::

'জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ- ই হযরত শাহজালাল রহ. সিলেটে 'মুহিব্বুল হক গাছবাড়ী হুজুর এর স্থলাভিষিক্ত হলেন বড়বাড়ী হুজুর খ্যাত মাওলানা মাশুক উদ্দীন উরফে বড়বাড়ী হুজুর।

মাদরাসার কার্যকরী পরিষদের সভায়  মুহতামিম (ভারপ্রাপ্ত) হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। শনিবার বিকেলে এসিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত তখনও সর্বসম্মতিক্রমে উপস্থিত দায়িত্ব অর্পণ করা হয় জামেয়ার প্রবীণ এ শিক্ষককে।

মাওলানা মাশুক উদ্দীন ১৯৫৯ সালের ১২ জানুয়ারি বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের মাটিজুরা (বড়বাড়ী) গ্রামে জন্মগ্রহণ করেন। মাদরাসায় তিনি  'বড়বাড়ী হুজুর' নামেই পরিচিত।

১৯৭৯ সালে সিলেটের জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল রহ. সিলেট থেকে তিনি কৃতিত্বের সাথে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। তিনি আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদীস পরিক্ষায় বোর্ডে ৪র্থ স্থান অধিকার করেন। একই বছরের ২০ শাওয়াল তিনি জামেয়া দরগায় শিক্ষক হিসেবে যোগদান করেন। বর্তমানেও তিনি জামেয়ার সিনিয়র মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য গত ১৭ মে (বুধবার) জামেয়ার মুহতামিম মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী হুজুরের মৃত্যুতে  মুহতামিমের পদটি শূন্য হয়।