গন্তব্য

গন্তব্য

তাহেরা আফরোজ

চারপাশে ছায়া প্রতিচ্ছায়া অবারিত 

দৃষ্টি যতদূরে যায়, তারও অধিক

অদৃশ্য সীমানা প্রাচীরের মূল ফটকের তালা খুলে যায় 

বন্দীনিবাসে থাকা কেউ যাত্রা শুরু করে 

সমুখে খোলা প্রান্তর 

গন্তব্য জানা নেই 

কাটা নেই টিকিট, 

ধারেকাছে কোনো স্টেশন কি আছে 

থাকলে থাকুক, কি বা আসে যায় তাতে! 

যে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘকাল চুকিয়েছি দাম

সে তো কর্পূরের মতো উবে যেতে দেখি,

অদৃশ্য মোহজালে ভুলে গেছে জীবনের লেনদেন। 

খুলতে থাকে ফটকের তালা, হাওয়ায় মিলিয়ে যেতে দেখি প্রাচীর ঘেরা টোপ, 

বেড়িয়ে পড়ার ভীষণ তাড়া, 

ঘন্টা বাজে অবিরাম - ঢং ঢং ঢং 

কোনো গন্তব্য জানা নেই 

কোনো গন্তব্য জানা নেই 

এই শহরে হেঁটে হেঁটে ক্লান্ত হব

ক্লান্ত শ্রান্ত মনে ভুলে যাবো সব

সাদা রঙের প্রলেপে ঢেকে দিবো হৃদয়ের খোদাই।