গোল সমান হলে গোল্ডেন বুট মেসির

বাংলাভাষী ডেস্কঃঃ

কাতার বিশ্বকাপে সর্বোচ্চ ৫ গোল এখন পর্যন্ত আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের। সর্বোচ্চ গোলদাতা পায় গোল্ডেন বুট। যদি গোল সমান হয়ে যায় এবার, তাহলে কে পাবেন বুট?

চারটি গোল নিয়ে এই তালিকায় আছেন আর্জেন্টিনার আলভারেজ ও ফ্রান্সের জিরুদ। ফাইনালে এই চারজন যদি গোল না পায় সেক্ষেত্রে লড়াইটা হবে মেসি ও এমবাপের মধ্যে। সে ক্ষেত্রে এগিয়ে থাকছেন মেসি। পেয়ে যাবেন গোল্ডেন বুট।

বিশ্বকাপে একাধিক ফুটবলারের গোলসংখ্যা সমান হলে গোল্ডেন বুটের লড়াইয়ে দেখা হবে কার কয়টি অ্যাসিস্ট। বিবেচ্য হবে পেনাল্টি গোলও। সব দিক থেকেই এগিয়ে আছেন মেসি। আর্জেন্টিনার অধিনায়ক পাঁচটি গোল করার পাশাপাশি করিয়েছেন তিনটি।

পেনাল্টি থেকে মেসির গোলও তিনটি। এমবাপের পাঁচটি গোলের একটিও পেনাল্টি থেকে নয়। আর ফরাসি তারকার পাস থেকে এখন পর্যন্ত গোল হয়েছে দুটি। ফিফার নিয়ম অনুযায়ী মেসিই এগিয়ে সোনার বুট জেতার লড়াইয়ে।

তবে ফাইনালে এমবাপে অথবা মেসি যদি গোল করে এগিয়ে যায়, সেক্ষেত্রে এত হিসেবের দরকার হবে না। সর্বোচ্চ গোলদাতার শোকেসেই উঠবে এই পুরস্কার। আজ (১৮ ডিসেম্বর) রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স।