ঘাসফুল

ঘাসফুল

    শাহীন রহমান। 

"একদিন আমি একটা গোলাপ রেখে যাবো,

এই আপন মনে খুব গোপনে তোর সিথাঁনে 

যেদিন ফুলে ফুলে কৃষ্ণচূড়ায় ধরবে আগুন

আহা,মনটাযে তোর ভরে যাবে পাখির গানে !! 

তুই সে ফুল দেখেই,হাসবি আপন খেয়ালে, 

হৃদয়টা তোর ভরে যাবে প্রণয় সুখের হরষে। 

হৃদয়ে তোর বাঁজিয়ে আমি,যাবো সুখের বীণ

তোর ক্ষীণ তনুটা ছুঁয়ে যাবো পুবাল বায়ুর পরশে! 

সন্ধ্যাতারা হয়ে সেদিন উঠবো আমি আকাশে 

অবাক চোখে সেদিক পানে তাকিয়ে তুই থাকিস,

তোর ভুলে থাকার ইচ্ছে হলে,যখন তখন ভুলিস,

তবু কিছুক্ষণের জন্যে হলেও আমায় মনে রাখিস। 

গর্ভবতী মাটি ফুড়ে ফুঠবে যেদিন ঘাসের ফুল,

তুই তাকিয়ে দেখিস, সে ফুল ভরা আমার ছায়ায়,

মুখটা আমার উঠছে ভেসে,সে ফুল গুলোর মাঝে, 

কোমল হাতটা বুলিয়ে দিস তুই গভীর মমতায়। 

তুই সাঁঝের বেলা সেঁজুতি দিস, তোর দাওয়াতে,

নিচেই দেখিস পড়বে যে তার গভীর কালো ছায়া,

সেদিন শাওন বারী হয়ে আমি,টিনের চালে তোর

দেখিস আকুল বারিষ হয়ে আমি ছড়িয়ে যাবো মায়া !!!