চাওয়া পাওয়া

চাওয়া পাওয়া

রূপক বরন বড়ুয়া

একটা জীবন বুকের তলায় ধুকুরপুকুর ধুক

জলের ভিতর হাজার বছর কোষের প্রণয় সুখ

আধেক নারীর,আধেক পুরুষ চাঁদের কলার রূপ

দেহের খোলস যায় উড়ে যায় নকশীকাঁথায় ধূপ। 

নোনতা আরক নদীর শিরায় আকাশ দেখার ছলে

পায়ের তলায় বালির ঘুঙুর রঙের বাহার খোলে

সাঁঝের বেলায় পাখির ডানায় ওম ছেড়ে যায় ওম

আগুন গোলক সাগর ঢেউয়ে ঘুম খুঁজে যায় ঘুম।

তোমার চাওয়া আমার পাওয়া রকমফেরের গান

রোদের দহন জোছনা রাতের মোহন বাঁশীর তান

কোথাও একটা এপাশ-ওপাশ অধিক তৃষার ছবি

বুকের ডাহুক যায় ডেকে যায় পথ হারানোর দাবী।

একটা জীবন রকমসকম মায়ার সুতোয় বাঁধা 

কালের খেয়ায় গাঙ পারাপার হাত ছেড়ে যায় রাধা।