চোখ

চোখ

জাবেদ আহমেদ 

অক্ষি তোমাকে
এখন অব্দি লাগে কিশোরী 
কতজন বক্ষে পোষে তোমায়
জানো কি নন্দিনী। 
তুমি উপন্যাস 
তুমি শব্দের মহিমা
তুমি স্বর্গ
তুমি বাগিছা
তোমায় নিয়ে লিখবো সহস্র কবিতা
তুমি কাজলে ভরে রেখ
তোমার মিষ্টি দুটি আঁখি 
জলমল করে সদা
তোমার ঐদুটি মুক্তা আঁখ 

ছন্দে ছন্দে 
তোমায় লিখি
ওগো ভাবনা আরতি থালে
করি তোমার অন্জলি
ওহে অনন্যা জানো কি তুমি?

সহস্র কবিতা'র তুমি পংক্তি।