চাঁদের কণা

চাঁদের কণা

---পারভীন আকতার

ছোট্ট সোনা চাঁদের কণা

উল্টে গিয়ে কাঁদে,

মা গেল আনতে কাপড়

পাশের বাড়ীর ছাদে।

দাদু মনি আদর করে

হয় না তবু চুপ,

মায়ে এসে কোলে নিলে

মুখে হাসি রূপ।

পাড়ার সবাই দেখে এসে

খোকা বেজায় খুশি,

বাবার কাঁধে উঠলে পরে

নাদুস পা দেয় ঘুষি।

মা বাবার চোখের মনি

উঠছে বড় হয়ে,

হাঁটি হাঁটি দাদ্দা ডাকে

হামাগুড়ি খেয়ে।

-------