চাঁদের পর এবার সূর্য অভিযানে যাচ্ছে ভারত

বাংলাভাষী ডেস্ক::

চাঁদে সফলভাবে অবতরণের পর এবার সূর্য অভিযানে যাচ্ছে ভারত। শনিবার (০২ সেপ্টেম্বর) দেশটির প্রথম সূর্য অভিযান শুরু হচ্ছে। এই অভিযানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বাজি রেখেছে আদিত্য-এল১ মহাকাশযানের ওপর।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে সূর্যের কক্ষপথের উদ্দেশে যাত্রা করবে ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই মহাকাশযান।

আদিত্য এল-১ এর লক্ষ্য ভূপৃষ্ঠ থেকে সূর্যের দিকে ১৫ লাখ কিলোমিটার দূরের একটি নির্দিষ্ট অঞ্চল, যা 'ল্যাগরাঞ্জ পয়েন্ট ১' নামে পরিচিত। ওই অঞ্চলে সূর্য ও পৃথিবীর বিপরীতমুখী আকর্ষণ পরস্পরকে প্রশমিত করে। ফলে ওই অঞ্চল থেকে নিরাপদে তথ্য সংগ্রহ ও সূর্য পর্যবেক্ষণ করবে মহাকাশযানটি।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি রকেটের মাধ্যমে আদিত্যর উৎক্ষেপণ করা হবে।

এদিকে কম খরচে মহাকাশ অভিযান পরিচালনার জন্য ইতিমধ্যে বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছে ইসরো। সম্প্রতি চাঁদের রহস্যময় ও দুর্বোধ্য দক্ষিণ মেরুতে অবতরণ করা চন্দ্রযান-৩ অভিযানে ৬১৫ কোটি রুপি ব্যয় করেছে ইসরো।

আদিত্য এল-১ তৈরিতে খরচ হয়েছে চন্দ্রযান-৩ এর প্রায় অর্ধেক। ২০১৯ সালে ভারত সরকার এই অভিযানের জন্য ৩১৯ কোটি রুপি বরাদ্দ দেয়।

সংস্কৃত ভাষায় সূর্যের আরেক নাম আদিত্য। এটি হতে যাচ্ছে সূর্যে ভারতের প্রথম অভিযান।