চরিত্র

চরিত্র

অভিজিৎ দত্ত

মানুষের প্রধান সম্পদ চরিত্র

যেটা বর্তমানে অনেকেই বিস্মৃত

ধর্ষণ,ব‍্যাভিচার,খুনোখুনি

চরিত্রে কলঙ্ক লেপন করেছে অনেকখানি।

চরিত্রই বল, চরিত্রই শক্তি

চরিত্র না থাকলে

তাকে কখনো মানুষ

বলা যায় কি?

পূর্বে শিক্ষার ক্ষেত্রে শিক্ষাগুরুরা

জোর দিয়েছিলেন

চরিত্রের উপর সবচেয়ে বেশি।

বিদ্যাসাগর,বিবেকানন্দ, নেতাজী

উনারা চরিত্রের অন্যতম প্রধান প্রতিমূর্তি

এরকম আরো কত ব্যক্তি

চরিত্রের জন্য বেঁচে আছে

বেঁচে আছে তাদের কত কীর্তি।

চরিত্র মানব জীবনের প্রধান কথা

যার জন্য মহাপুরুষরা

রচে গিয়েছেন গৌরবগাথা।

বর্তমানে আজ সেই চরিত্র

হারিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি

যার জন্য সমাজ জীবনে

আজ এত অবক্ষয়ের ছড়াছড়ি।

চরিত্রই প্রথম ও শেষ কথা

এই কথাটি যখন যাবে ভুলে

আস্তে, আস্তে বিপদ বাড়বে

মানব সমাজ যাবে রসাতলে।