জিতলেই প্লে অফে রংপুর

বাংলাভাষী ডেস্কঃঃ

বিপিএলে ফিরে এসেছে তার নীড়ে। ঢাকা-চট্টগ্রাম-ঢাকা-সিলেট হয়ে মিরপুরেরে হোম অব ক্রিকেটে বসত গেড়েছে নবম বিপিএলে। এখানে মঞ্চস্থ হবে বিপিএলে নাটকের শেষ অংক। শুরুতে খুঁজে নেবে প্লে অফ রাউন্ডের চতুর্থ দলটিকে। ইতোমধ্যে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানস তাদের প্লে অফ খেলা নিশ্চিত করেছে। চতুর্থ দলের লড়াইয়ে বেশ সুবিধাজনক অবস্থানে আছে রংপুর রাইডার্স। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১০। আজ (শুক্রবার) তাদের সঙ্গে ঢাকা ডমিনেটরসের খেলা। এই ম্যাচ জিতলেই তাদের প্লে অফ খেলা নিশ্চিত হবে। হেরে গেলে বাড়বে অপেক্ষা। তখন পরের দিন শনিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মোট কথা বাকি চার ম্যাচ থেকে রংপুরের প্রয়োজন আর মাত্র একটি ম্যাচ। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়।

রংপুর যেভাবে গত কয়েকটি ম্যাচ খেলেছে, তাতে করে তাদের জন্য ‘অপেক্ষা’ শব্দটি বড়ই বেমানান। কারণ গত তিন ম্যাচেই তারা জয় পেয়েছে এই তিন জনের একটি ছিল আসরের সবচেয়ে শক্তিশালী সিলেট। রীতিমতো নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছিল। জয়ী হয়েছিল ৬ উইকেটে। আবার ঢাকার বিপক্ষেও তারা জয় পেয়েছিল সিলেটের মাটিতেই ৫ উইকেটে। টানা তৃতীয় জয়ের অপরটি ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। তাই আজকের ম্যাচেই তারা হিসেব-নিকেশ চুকে ফেলতে পারে।

আর যদি হেরে যায়, সেক্ষেত্রে ঢাকার প্লে অফে খেলার নিভে যাওয়া প্রদীপ আবার নিভু নিভু করে জ্বলে উঠবে। সেই সঙ্গে খুলনা টাইগার্সেরও। সামিল হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও। তিনি দলই প্লে অফে যাওয়ার পথে আইসিসিইউতে ঢুকে গেছে। সেখান থেকে বের হয়ে আসতে হলে নিজ নিজ বাকি সব ম্যাচ জিততেই হবে। একই সঙ্গে রংপুরের বাকি সব ম্যাচে হার কামনা করতে হবে।