জাতীয় নির্বাচনের তফসিল কবে জানালেন সিইসি

বাংলাভাষী ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমি অনুমান করে বলতে পারি, আগামী সেপ্টেম্বরের কোনো একটা সময়ে তফসিল ঘোষণা করা হবে।’ বৃহস্পতিবার দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। টেলিভিশন সাক্ষাৎকারে সিইসির এই বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

সাংবিধানিক ধারা অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে আগের ৯০ দিনের মধ্যে। ক্ষণগণনা শুরু হবে চলতি বছরের ১ নভেম্বর থেকে।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার বক্তব্যটি ছিল অনুমাননির্ভর। জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে আমরা এখনো কমিশনে আলোচনা করিনি।’

টেলিভিশন সাক্ষাৎকারে সিইসির কাছে প্রশ্ন ছিল, ‘আপনারা রোডম্যাপে উল্লেখ করেছেন যে এই বছরের ডিসেম্বরের শেষের দিকে কিংবা আগামী বছরের জানুয়ারির শুরুর দিকে জাতীয় নির্বাচন করতে চান। সংবিধানও সেটা বলছে। সে ক্ষেত্রে তফসিল কোন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে? জবাবে সিইসি বলেন, ‘আমার যত দূর মনে পড়ে, ৯০ দিন আগে তো করতে হবে। সেপ্টেম্বরের আগে এটা হওয়ার কথা না। আমরা এখনো এটা স্থির করিনি। তবে অনুমান করে বলতে পারি, সেপ্টেম্বরের কোনো একটা সময়ে শেষের দিকে বা মাঝামাঝি সময়ে আমরা তফসিল ঘোষণা করব।’