জীবন নদী (সনেট কবিতা)

জীবন নদী (সনেট কবিতা)

শরিফুর রহমান 

সাগরের মোহনাতে নদী বয়ে চলে 

দুই পাড়ে নিয়তির বাঁধা ছিল ঘর,

এপাড়েতে পাড় ভেঙে ধ্বসে যায় জলে

কালস্রোতে ওপাড়েতে ভেসে ওঠে চর।

তৃষিত নয়ন আজি নোনা জলে ভরে 

ঝাপসা আলোয় ভাসে নদীর কিনার।

অবুঝ স্মৃতিরা তবু ফেরে কেন ঘরে

তার ছিঁড়ে যাবে বুঝি জীবন বীণার,

বাঁচার আকুতি নিয়ে শুধু কলরব

দুদিনের খেলাঘরে মিছে করি রাজ,

সাদা-কালো জীবনের ভুলে ভরা সব

নিয়তির খেলা মেনে হেরে গেছি আজ।

গোধূলি লগনে এসে স্মৃতি গুলো হাসে,

জীবনের যত কথা ফিকে হয়ে আসে।