জীবন্ত অশ্মরী

জীবন্ত অশ্মরী

-গোলাম রববানী

অতঃপর নৈঃশব্দেরাও, 

পৃষ্ঠপ্রদর্শনে গেছে সেই কবে।

নিশীথের শেষ আলো মেখে আলোর দেশে

কেউ কেউ গেছে ছোট ঘরের দিকে

কেউ কেউ গেছে ধূলোর দেশে উড়ে

সকালের ঝরা বকুলের গন্ধে 

আরত্ত বিকেলের শেষ নিয়ন আলোর দেশে

জীবন্ত লাশগুলো যায় হেঁটে 

হা হা হো হো আর খিলখিলিয়ে খেলে

মরা গাঙের চর ভাসে ভাষণে

মানুষজন্ম আজন্ম এভাবেই বেঁচে আছে, 

বেঁচে থাকে, চলে ফেরে, কালের সাক্ষী ইতিহাস!