জিম্বাবুয়ের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয় টাইগারদের

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয় টাইগারদের

বাংলাভাষী ডেস্কঃ

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ের। এ ম্যাচে টস জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে নড়বড়ে শুরু হয় বাংলাদেশের। পাওয়ারপ্লেতে সৌম্য ও লিটনকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপ সামলে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৫০ রান

জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে সংগ্রহ করে ১৪৭ রান। বাংলাদেশ জয় পায় ৩ রানে।

শেষ বলে এসে দেখা দেয় চূড়ান্ত নাটকীয়তা। শেষ বলে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। বোলার মোসাদ্দেক। ব্যাটার মুজারাবানি। ক্রিজ ছেড়ে ব্যাট চালান ব্যাটার। কিন্তু বল মিস করেন। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান স্ট্যাম্পিং করে দিলেন। বিজয়োল্লাসে মেতে ওঠে বাংলাদেশ দল। উল্লাস শেষে বিজয়ী এবং পরাজিত দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করে। বাংলাদেশ দলের সঙ্গে জিম্বাবুয়ের ক্রিকেটাররাও মাঠ ছেড়ে উঠে যায়।

কিন্তু মুজারাবানি আউট হয়েছেন কিনা, থার্ড আম্পায়ারকে দেখতে বলেন ফিল্ড আম্পায়াররা। সেখানেই বাধে বিপত্তি। রিপ্লাইতে দেখা যায়, বল স্ট্যাম্পে আসার আগেই বল গ্লাভসে পুরে নেন নুরুল হাসান সোহান।

নিয়ম অনুযায়ী ব্যাটার তো নটআউটই থাকলেনই, সঙ্গে বৈধ বল হয়ে গেল ‘নো’ বল। খেলোয়াড়রা বাউন্ডারি লাইন পার হয়ে গেল, উইকেট পরিচর্যার জন্য রোলার নিয়ে কর্মীরাও মাঠে প্রবেশ করে ফেলেছে। এ সময় সাইটস্ক্রিনে জ্বলজ্বল করে উঠল ‘নট আউট’ অ্যান্ড ‘নো বল’।

সুতরাং, বাংলাদেশ দলের ফিল্ডারদের সঙ্গে জিম্বাবুয়ের দুই ব্যাটারকে আবারও মাঠে নামতে হলো শেষ বল খেলার জন্য। একই সঙ্গে জিম্বাবুয়ে ইনিংসের সঙ্গে যোগ হলো এক রান। একই সেঙ্গ ফ্রি-হিট পেল জিম্বাবুয়ে। কিন্তু বাংলাদেশের সমর্থকদের স্বস্তি দিয়ে শেষ বলটিতে কোনো রান নেওয়া থেকে মুজারাবানিকে বিরত রাখতে পারলেন মোসাদ্দেক। ৪ রানের জায়গায় বাংলাদেশ জিতল ৩ রানে।