জল বিয়োজন

জল বিয়োজন


এস এম মোতাহার হোসেন

প্রতিটি প্রহরে দরিয়া নগরে ভেসে বেড়ায়
অনুভবের এক সুখ বারতা,
সে কি আমার আত্মার ব‍্যাকুলতা?
নাকি অবোধ প্রাণের সকরুণ কাতরতা?

আমি স্বপ্ন ডিঙায় রঙিন পাল উড়াই
হারিয়ে যাই দূর অজানায়,
কোন পাহাড়ের বুকফাঁটা কান্না হয়ে
ঝর্ণারূপে অশ্রু ঝরে সবুজ গালিচায়।

আমি সুখের আলপনা আঁকি বিলাসী আঁখিযুগলে
ভালোলাগে যাহা দেখি সব,
আবার ব‍্যথার কাজলে সুখ ধুয়ে যায়
বয়ে যায় বক্ষতলে দুঃখের কলরব।

কখনও ভাবি আছে সবি
সাজানো সুখের কুঞ্জবন,
ক্ষণ পরে আচমকা ঝড়ে যায় উড়ে
কোন সুদুরে লালিত স্বপন।।

জীবনলিপি বহুরূপি হিসেবে গরমিল
চাওয়া পাওয়ার নিত‍্য বৈরীতা,
কখনও যোজন কখনও বিয়োজন কখনও আয়োজন
কখনও প্রণয়ভোজন কখনও তার বিপরীতা।

ভালোবাসার পূর্ণশশী মধুময় হাসি সুখ রাশি রাশি
কেন সুহাসিনী চাঁদে নির্মম গ্রহণ?
ফুলে ফলে সুশোভিত কাননে
জ্বলে কেন নিদারুন দহন?

অনন্তকাল মানব চিত্তে মিথ‍্যে সুখের 
বিলাসী প্রণয় আয়োজন,
সদা সুখের আশে সুখনাশে দূর পরবাসে
তবে কি, বৃথা কেবল জলবিয়োজন?

   (রচনাকাল ঃ ০৩/০৭/২০২১