জায়েদ খানের সদস্যপদ স্থগিত

বাংলাভাষী ডেস্কঃঃ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে কম জলঘোলা হয়নি। পদটি নিয়ে জায়েদ খান ও নিপুণের মধ্যে কোর্ট-কাচারিও হয়েছে। খবর রটেছে, জায়েদ খানের সদস্যপদও স্থগিত হতে পারে

এ নিয়ে রোববার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা নাগাদ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্তটি জানান সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

তিনি সাংবাদকিদের বলেন, ‘আজ আমাদের কার্যনির্বাহী কমিটির ৯ম মিটিং হয়েছে। সেখানে একবাক্যে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, সমিতির গঠনতন্ত্রের ৭ (ক) ধারার আলোকে আমাদের সম্মানিত সদস্য জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হলো।’

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় জায়েদ খানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সাইমন।

কিন্তু এই স্থগিতাদেশের সিদ্ধান্ত এখনই চূড়ান্ত নয় বলেও জানান এই নেতা-অভিনেতা। তিনি জানান, ‘আজকের সিদ্ধান্তের বিষয়টি আমাদের উপদেষ্টামণ্ডলী ও আইনজ্ঞদের সঙ্গে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।’

এদিকে, গেল ২০২১-২০২৩ মেয়াদি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক রুবেল সহ-সভাপতি ও অভিনেত্রী সুচরিতা কার্যনিবাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তারা কার্যনিবাহী কমিটির পরপর তিন মিটিংয়ে অংশগ্রহণ করেননি, এমনকি সমিতির উন্নয়নমূলক কোনো কাজে দেখা যায়নি বলে তাদের সদস্যপদ স্থগিত করে শিল্পী সমিতি।