ঝরনাতলি

ঝরনাতলি

রিনা দাস 

মন বলছে পালাই,পালাই

ইচ্ছে মনের আসবো ঘুরে

কোথায় যাই,কোন্ মুলুকে

পাহাড় নাকি সমুদ্দুরে ?

ছুটবো আমি পালাবো আজ

খুশীর হাওয়া শরীর জুড়ে 

উচ্ছসিত মনটা আমার

যাবই যাবো অনেক দূরে !

মন ছুটেছে ছুটেই চলি

বনজঙ্গল,অলিগলি

শান্ত নদীর রঙীণ ধুলো

পেরিয়ে ঝরনাতলি ৷

ঘোরাঘুরি এখান,ওখান

হাতছানি দেয় দূর পাহাড়

মুগ্ধতাতে মন ভরে যায়

ঝরনাতলির রূপ বাহার ৷

ভ্রমন শেষে ক্লান্ত যখন

আকাশ জুড়ে সন্ধ্যাতারা

জোর কদমে ফিরে এসে

দুয়ারে দেখি গোটা পাড়া ৷