টেবিল ল্যাম্প

টেবিল ল্যাম্প

 

রঞ্জনা রায়

রাতের অন্ধকারে নিঃসঙ্গ টেবিল ল্যাম্প

      এক নিগূড় আলোর সংকেত ।

 আলোহীনতার স্তূপে জমে আছে

শতাব্দী প্রাচীন ধূলট পাণ্ডুলিপি ।

 

টেবিল ল্যাম্প জ্বলে –

  ফোটনের ত্বরনে রক্তকরবীর কোরকে

     জ্যোৎস্নার শেফালি-উৎসব

অন্ধকারের ধূর্ত সীমানায় ঘুরে বেড়ায়

রাজা রানি গজ নৌকা অসংখ্য বোড়ে 

 দাবার চালেই দুনিয়াদারির চৌখস  সফর ।

 

টেবিল ল্যাম্প জ্বলে –

   বিকীর্ণ আলোর সত্যকে

      বুকের পাঁজরে ওম্ দেয় ;

জীবনের মিঠে কড়া রোদ্দুর নকশা

এঁকে চলে আলোর চন্দ্রিল আভায় ...