ঢাকার প্রথম মেয়র আবুল হাসনাত আর নেই

ঢাকার প্রথম মেয়র আবুল হাসনাত আর নেই

বাংলাভাষী ডেস্কঃঃ

ঢাকার প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত আর নেই। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টায় লন্ডনে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ব্যারিস্টার আবুল হাসনাত কমিশনারদের মাধ্যমে ১৯৭৭-৮২ মেয়াদে ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি আবার মেয়র নির্বাচিত হন। আবদুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি ১৯৮১ সালের ২৭ নভেম্বর থেকে ১৯৮২ সালের ১০ মে পর্যন্ত গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯০ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। ওই বছরের ২৩ জুলাই ঢাকা-৯ আসনের তৎকালীন সংসদ সদস্য এম কোরবান আলীর মৃত্যুর কারণে উপ-নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালের ২০ অক্টোবর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত তিনি হুসেইন মোহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।