ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

বাংলাভাষী ডেস্কঃঃ

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোত্রা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে ভারতের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সফরকালে আগামীকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র সচিব। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ঢাকা সফরে আসলেন ভারতের পররাষ্ট্র সচিব।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতির বিষয়টিও আলোচনা হতে পারে। এ ছাড়া গত এক বছরে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের অনেকগুলো বৈঠক হয়েছে। এসব বৈঠকের সিদ্ধান্তও বৈঠকে পর্যালোচনা করা হবে।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ এর অষ্টাদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।