তুই নামের তুমি

তুই নামের তুমি

নাসরীন মিতা 

তোর মতো একটা তুমি চাই 

যে আমার হাসি কান্নার সাথি হবে

যে আমার সমস্ত কথা জানবে।।।

আমার রাগ,অভিমানের খবর নিবে

তোর মতো একটা তুমি চাই 

যে আমার চোখের দিকে তাকিয়ে

আমার শান্ত নদীর আছড়ে পরা

ঢেউ এর কথা বুঝবে।

সত্যিই রে তোর মতো একটা 

তুমি চাই 

যে আমার কপালে হাত রেখে বলবে

কপাল টা গরম কেন জ্বর আসেনি তো

যে প্রতিদিন ঘুম ভেঙেই শত কাজের

ফাঁকেও লিখবে শুভ সকাল। 

সন্ধ্যায় চায়ের টেবিলে নিজের 

কাপে চুমুক দিতে দিতে বলবে

চা খেয়েছো কি!

যে আমার ভালো লাগা, মন্দ লাগা

আমার মন খারাপের সময় গুলিতে  

আমায় নিয়ে বিচলিত থাকবে।।

তুই নামের তুমি টা আসলেই খুব

 প্রয়োজন জীবন চলার সন্ধিক্ষণে।।